প্রয়াত বলিউডের ‘বীরবল’

প্রয়াত হলেন ‘শোলে’ খ্যাত অভিনেতা সতীন্দ্র কুমার খোসলা। বলিউডে তিনি ‘বীরবল’ নামে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যেবেলা মুম্বইয়ের কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতালে ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। শোলে ছবিতে জেলের কয়দিক চরিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ‘শোলে’ ছাড়াও ‘মেরা নাম জোকার’, ‘রুটি কাপড়া অউর মকান’, ‘উপকার’, ‘ক্রান্তি’, ‘ইয়ারানা’, ‘হম হ্যায় রাহি পেয়ার কে’র মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। দো বন্ধন ছবির মাধ্যমে ১৯৬৬ সালে বীরবল বলিউডে পা রেখেছিলেন। পরের বছর তাঁকে ‘উপকার’ ছবিতে দেখা গিয়েছিল।

error: Content is protected !!