নতুন নামে জোট করে দুর্নীতি করতে এসেছে বিরোধীরা, বিহারের জনসভায় অভিযোগ অমিত শাহের

বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়ে ফের সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের মধুবনির বিজেপির এক জনসভায় শাহ বললেন, ” আগে ওরা ইউপিএ নাম দিয়ে জোট করে ১২ লক্ষ কোটি টাকারও বেশী দুর্নীতি করেছে। এবার ওরা নতুন নাম দিয়ে দুর্নীতি করার ষড়যন্ত্র করছে। রেলমন্ত্রী থাকার সময় লালুপ্রসাদ যাদব বড় দুর্নীতি করেছিলেন। ইউপিএ নাম নিয়ে ওরা ফিরতে পারবে না বুঝতে পেরে, ওরা ওদের নতুন জোটের নাম রেখেছে ইন্ডিয়া জোট। ওদের জোটের নেতারা রাখিবন্ধনস জন্মাষ্টমীতে ছুটি বাতিল করে, রামচরিতমানস-কে অসম্মান করে। সনাতন ধর্মকে রোগের সঙ্গে তুলনা করে। ওরা আসলে শুধু তোষণ আর দুর্নীতির রাজনীতি করছে।”

error: Content is protected !!