
বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন
বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন ৷ আজ কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকে বাইক মিছিল করা যাবে না ৷ এদিন নির্বাচন কমিশনের তরফে যে নোটিস দেওয়া হয়েছে, তাতে যে ক’টি রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে, সবক’টিতেই বাইক মিছিলের নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ কমিশন জানিয়েছে যে যেদিন যেখানে নির্বাচন হবে, সেই এলাকায় ভোটের দিনের ৭২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন পর্যন্ত কোনও বাইক মিছিল করা যাবে না ৷