‌দিদির জেদের জন্যই বঞ্চিত বাংলার কৃষকরাঃ স্মৃতি ইরানি

দিদির জেদের জন্যই আজ বাংলার কৃষকরা কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত। জেদ করে কৃষকদের দেওয়া কেন্দ্রের সাহায্য নিতে চাননি দিদি।’ সোমবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় দলের নির্বাচনী সভায় গিয়ে এভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মমতা ব্যানার্জির জন্যই কেন্দ্রীয় একাধিক সুবিধা থেকে রাজ্যবাসী বঞ্চিত হয়েছেন বলে এদিন কার্যত রাজ্যের শাসকদলকে তোপ দেগেছেন স্মৃতি। সোমবার দলের প্রচারে গিয়ে স্মৃতি ইরানি আগাগোড়াই ছিলেন আক্রমণাত্মক। তিনি বলেন, ‘১ লাখ কোটি টাকা দেশের দশ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে কেন্দ্র। মোদিজি বলেছিলেন, বাংলার কৃষককে আমি টাকা দিতে চাই। কৃষকরা ১৮ হাজার টাকা করে পেতে পারতেন। দিদির জন্যই হল না। সরকার বদলে দিন। তিন বছর ধরে কেন্দ্রের টাকা দিদি দিতে দেয়নি। বাংলার কৃষকদের বঞ্চনা করেছে।’

error: Content is protected !!