তেলাঙ্গানায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

রবিবার দুপুরে তেলাঙ্গানায় গিয়ে সাড়ে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হায়দরাবাদ থেকে রায়চূড় পর্যন্ত ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি তাঁর সরকার জাতীয় হলুদ বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও ঘোষণা করেন মেহবুবনগরের জনসভা থেকে। তেলাঙ্গানায় গিয়ে কৃষ্ণা স্টেশন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হায়দরাবাদের কাচ্চেগুড়া থেকে রায়চূড় পর্যন্ত ট্রেন পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে তেলাঙ্গানায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার বেশি অর্থমূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন মেহবুবনগর থেকে। তিনি বলেন, “ভারত হলুদের অন্যতম প্রধান উৎপাদক, গ্রাহক ও রপ্তানিকারক। তেলাঙ্গানার কৃষকরা প্রচুর পরিমাণে হলুদ উৎপাদন করেন। কোভিডের পরে বিশ্বজুড়ে হলুদের সম্পর্কে সচেতনতা ও চাহিদা বেড়েছে। আজকে হলুদের উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ব্যবসায়িকভাবে গুরুত্ব দিয়ে দেখার দরকার রয়েছে। এই বিষয়ে উদ্যোগ নেওয়ার দরকার এবং হলুদ চাষীদের এর ভবিষ্যতের সুযোগ সুবিধা সম্পর্কে জানানোর দরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জাতীয় হলুদ বোর্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে।”

error: Content is protected !!