সল্টলেকে গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল বাস, জখম ১১

সাত সকালেই পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল সল্টলেকের কলেজ মোড়ে। একটি বেসরকারি রুটের বাসের বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, তীব্র গতিতে আসছিল ওই বাসটি। এরপর কলেজ মোড়ে রেড সিগন্যাল ভেঙে একটি গাড়িকে ধাক্কা মারে সেটি। নিয়ন্ত্রণ না রাখতে পেরে রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে শেষে উল্টে যায় বাসটি। সেই সময়ে ওই বাসে ছিলেন ৩০ জন যাত্রী। যার মধ্যে ১১ জন জখম হন। তবে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। অপরদিকে ওই গাড়ির মধ্যে থাকা দু’জনের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। পুলিসের অনুমান অন্য একটি রুটের বাসের সঙ্গে রেষারেষির জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও ছুটির দিন থাকায় ওই এলাকায় যান চলাচলে তেমনভাবে কোনও ব্যাঘাত ঘটেনি। পরে পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাস ও গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়।

error: Content is protected !!