
ভোররাতে বাড়িতে আগুন, উলুবেড়িয়ায় ঘুমন্ত অবস্থায় মৃত ৩
উলুবেড়িয়ার এক গৃহস্থ বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল তিনজনের। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক প্রৌঢ়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত দক্ষিণপাড়ায়। সেখানকার বাসিন্দা ইয়াসিন মল্লিকের বাড়িতেই ভোর ৩টে নাগাদ আগুন লাগে। বাড়িতে ইয়াসিনের স্ত্রী, ১০ মাসের সন্তান ছাড়াও ছিলেন তাঁর মা। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে পুলিশ ও দমকলে খবর দেন প্রতিবেশীরা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ি থেকে চারজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে আগুন লাগল ও ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।