অসুস্থ হয়ে হাসপাতালে বিকাশ ভট্টাচার্য, বসল পেসমেকার

অসুস্থ রাজ্যসভায় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হার্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সিপিএম সাংসদকে। পেসমেকার বসেছে। যাদবপুর-সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বিকাশ ভট্টাচার্যের অবস্থা এখন স্থিতিশীল। এদিন বিকেল থেকেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষার পরেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন ৭১ বছরের সাংসদের বুকে পেসমেকার বসাতে হবে। রাতেই তড়িঘড়ি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। অস্ত্রোপচার সফল হলেও পর্যবেক্ষণের জন্যে বিকাশকে হাসপাতালে আরও কিছুদিন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সিপিএমের প্রবীণ নেতার অসুস্থতার কথা জেনে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিরোধী নেতারা।

error: Content is protected !!