
প্রয়াত তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম
প্রয়াত হলেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম। এদিন সকালে ১১.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ ছিলেন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম।তৃণমূলে ক্ষমতায় আসার আগে কংগ্রেসে ছিলেন। ৬ বার টানা বিধায়ক হন। পরে কংগ্রেসের সঙ্গে মতাদর্শ না মেলায় যোগ সেন ঘাসফুল শিবিরে। পরিবার সূত্রে খবর, গত সোমবার থেকে শ্বাসকষ্ট বাড়ে রাম পেয়ারে রামের। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসায় সাড়া দেননি তিনি। অবশেষে রবিবার তাঁর মৃত্যু হয়।