ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে চিঠি দিলেন রাজীব ব্যানার্জি

তথ্য গোপনের অভিযোগ তুলে ডোমজুড়ে কল্যাণ ঘোষের মনোনয়ন বাতিল করার দাবি জানালেন রাজীব ব্যানার্জি। ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন যাতে বাতিল করা হয় এই বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন রাজীব ব্যানার্জি। রাজীবের অভিযোগ, ‘‌ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ তাঁর পরিচয় নিয়ে তথ্য গোপন করেছেন মনোনয়ন পত্রে। হাওড়া জেলার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সব প্রান্তে তৃণমূল প্রার্থী প্রচার চালাচ্ছেন কল্যাণ ঘোষ নামে। ব্যানার, ফ্লেক্স, সোশ্যাল মিডিয়া সর্বত্র তিনি প্রচারে নাম লিখছেন কল্যাণ ঘোষ অথচ কমিশনে যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাতে লিখেছেন কল্যানেন্দু ঘোষ। কমিশনের হলফনামায় স্বাক্ষর করার জায়গাতেও লিখেছেন কল্যানেন্দু ঘোষ। সুতরাং, ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ নিজের পরিচয় নিয়ে তথ্য গোপন করে গেছেন কমিশনের কাছে। এই ধরণের তথ্য গোপন করা যায় না কমিশনের কাছে। তাই কমিশনের কাছে চিঠি লিখে ওনার মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছি। এই বিষয়ে দেশের যা আইন রয়েছে তা মোতাবেক নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে’‌। প্রসঙ্গত, ইতিমধ্যেই পুরুলিয়া জেলার জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। জয়পুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল উজ্জ্বল কুমারকে। কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন স্ক্রুটিনিতে কিছু ভুল থাকায় কমিশন তাঁর প্রার্থীপদ বাতিল করে। তাই পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দল প্রার্থীকে সমর্থন করার কথা ঘোষণা করে। কিছুদিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির মনোনয়ন বাতিলের দাবিতেও কমিশনের দারস্থ হয়েছিলেন। যদিও সেই অভিযোগ পরে খারিজ হয়ে যায়। এ প্রসঙ্গে, তৃণমূল নেতৃত্বের দাবি রাজনৈতিকভাবে বিজেপি লড়াই করতে পারছে না দেখেই খালি কমিশনে যাচ্ছে। ডোমজুড়ের মানুষ আসলে এবার রাজীব ব্যানার্জিকে ভোটে হারিয়ে জবাব দেবে। আর তা থেকেই রাজীব ব্যানার্জি ভয় পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে ডোমজুড়ের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। মাঝেমধ্যেই ডোমজুড়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় নাম জড়াচ্ছে তৃণমূল এবং বিজেপি কর্মী–সমর্থকদের।

error: Content is protected !!