‘রেল আপনাদের, মহিলাদের ভাড়া ফ্রি করে দেখান’, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁদের ইস্তেহার প্রকাশ করে। সেখানে একগুচ্ছ প্রতিশ্রুতির পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে বাংলায় নির্বাচনে জিতলেই মহিলাদের বাস ভাড়া মকুব করা হবে। অর্থাত্‍ ২০২১ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই সরকারি বাসে মহিলারা বিনা পয়সায় যাতায়াত করবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, তাঁদের ইস্তেহারে। যদিও রাজ্যের শাসকদলের দাবি সবটাই জুমলা। এরই পাল্টা দিয়ে এদিন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’রেল আপনাদের হাতে। রেলে মহিলাদের জন্য যাতায়াত ফ্রি করে দেখান আগে। এটা বহিরাগতদের দল। বিগত ১০ বছরে যা হয়েছে তা ট্রেলার। আগামী ৫ বছরে উন্নয়ন সারা ভারত দেখবে। তৃণমূলের ইস্তেহার হাই কোয়ালিটির ডিভিডি। বিজেপির ভাঙা ক্যাসেট।’ কার্যত রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য আলাদা কামড়ার সূচনা করেন। আর এদিকে বিজেপি তাঁদের ইস্তেহারে মহিলাদের চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ ও অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি সরকারি বাসে বাস ভাড়া মকুবের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও তৃণমূলের তরফে এই প্রতিশ্রুতিগুলিকে জুমলা বলেই দেগে দেওয়া হয়েছে। বুধবার নন্দীগ্রামের জনসভা থেকে বিজেপির প্রকাশ করা ইস্তেহারকে কটাক্ষ করে অভিষেক জানিয়েছেন,’তিন ঘণ্টা ঘরে ইস্তেহার নিয়ে বক্তব্য রাখলেন। অথচ একটা লাইন বাংলায় বলতে পারছে না। বাংলা জানে না। বাংলা লিখতে পারে না। নিজের নামটা বাংলায় লিখতে পারে না। তাঁরা বলছে, সোনার বাংলা করবে।’ এদিন অভিষেক এও জানান,’ধর্মের উস্কানি দিয়ে মাটিকে বিভক্ত করার চেষ্টা করেছে বিজেপি। এখন মন্দিরে মন্দিরে ঘুরেছে। আমাদের নেত্রী মায়ের সমান। তাঁর সঙ্গে বেইমানি করেছ, ভগবানও ক্ষমা করবে না। যা করার করে নাও জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন কমিশন বি টিম হয়ে কাজ করবে। ভাবছে আধা সামরিক বাহিনী আছে। ২ তারিখের পর বাড়ি থেকে বেরোতে পারবে না।’ নাম না করে বিজেপি নেতা শুভেন্দুকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক আরও বলেন,’ সবাই স্বাস্থ্যসাথীর আওতায় আসতে পারবেন, আপনারা ঠিক করুন আপনারা কী চান। বিজেপি বলছে বাংলায় দুর্গাপুজো হয় না। আগেরবার বিশ্বাসঘাতক অধিকারী গোটা মেদিনীপুর জুড়ে কটা দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন? ছবিগুলো বের করব? এটা বাংলা, গুজরাত-মধ্যপ্রদেশ নয়। যত কুত্‍সা করবে, তত গর্তে ঢুকবে। কুত্‍সা যখন স্বভাব, উন্নয়নই জবাব। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা।’

error: Content is protected !!