ফের কেজরিওয়ালকে সমন ইডির

ফের দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন ইডির। এর আগেও দুবার তাঁকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমবার হাজিরা দিলেও দ্বিতীয়বার সমন এড়িয়ে যান আম আদমি পার্টির সুপ্রিমো। ৩ জানুয়ারি কেজরিকে ডেকে পাঠিয়েছে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দপ্তরে তাঁকে হাজির হতে বলা হয়েছে। এবারও কি সমন উপেক্ষা করবেন আপ প্রধান, তা নিয়ে জল্পনা রয়েছে। হাজিরা না দিলে কোন পথে হাঁটবে ইডি, সেই প্রশ্ন উঠছে। দিল্লি আবগারি শুল্ক নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর । দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। আপের অন্দরে আশঙ্কা, হাজিরা দিলেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে।

error: Content is protected !!