অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন কোরবা এক্সপ্রেসে, পুড়ে ছাই তিনটি কামরা

সকালে ফের বড়সড় রেল দুর্ঘটনা। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন লাগল কোরবা এক্সপ্রেসে। কোরবা থেকে আসা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কামরায় আগুন লেগে গিয়েছে বলে খবর। তিনটি কোচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে শুরু করেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পৌঁছেছেন রেল আধিকারিকরাও। কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন। আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগতে শুরু করেছেন যাত্রীরা। তবে, এই ঘটনায় কেউ হতাহত না হলেও তিনটি কোচসহ যাত্রীদের সব জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।

error: Content is protected !!