লখনউয়ে তিনতলা বাড়ির কাঠামো ভেঙে পড়ে মৃত ৮
লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ির কাঠামো ৷ দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে৷ এই ঘটনায় মৃত্যু ঘটেছে অন্তত ৮ জন ব্যক্তির৷ আহত আরও ২৮। শনিবার বিকেলবেলা, হঠাৎ করে তিন তলার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ জানা গিয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে বেশ কয়েকটি গুদাম ও একটা মোটর ওয়ার্কশপ রয়েছে৷ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী গোটা বিল্ডিংটাই গোডাউন হিসেবে ব্যবহার করা হত। লখনউয়ের রিলিফ কমিশনার জে এস নবিন জানায় এই ঘটনায় তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধারকারী ব্যক্তিরা হলেন রাজ কিশোর, রুদ্র যাদব, জাগরূপ সিং৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিল্ডিংটি চার বছর আগে নির্মাণ হয়েছিল৷ শনিবার দুর্ঘটনাটি ঘটার সময় এখানে নির্মাণ-জনিত কিছু কাজ হচ্ছিল৷ যাঁরা মারা গিয়েছেন, তাঁরা বেষিরভাগই নীচের তলায় কাজ করছিলেন৷