‘অনশন মঞ্চ’ থেকে গ্রেফতার পরিবেশকর্মী সোনম ওয়াংচুক

রবিবার দিল্লিতে লাদাখ ভবনের বাইরে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের হাতে আটক হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। ‘অনশন মঞ্চ’ থেকে তাঁর ২০ জন সঙ্গীকেও আটক করেছে দিল্লি পুলিশ। সোনম ওয়াংচুকের সঙ্গে অনশন আন্দোলন করছিলেন প্রত্যেকেই। তাঁদের সবাইকে আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখতে বহু সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। আন্দোলনকারীদের দাবি, তাঁরা কোনও বিক্ষোভ দেখাননি, শুধুমাত্র বসেছিলেন। পিটিআই সূত্রের খবর, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই ব্যক্তিদের লাদাখ ভবনের বাইরে বসার কোনও অনুমতি ছিল না। পিটিআইকে পুলিশ জানিয়েছে, ‘ওই আন্দোলনকারীরা যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর জন্য অনুমতি চেয়েছিলেন। সেই আবেদন নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁদের অন্য কোথাও আন্দোলন করার কোনও অনুমতি নেই। আমরা কিছু লোকজনকে আটক করেছি।’ একগুচ্ছ দাবি নিয়ে রিয়েল লাইফের ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক তাঁর সঙ্গীদের নিয়ে লেহ থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করেছেন। এর আগে ৩০ সেপ্টেম্বর দিল্লির কাছে সিঙ্ঘু সীমানায় তাঁদের আটক করেছিল দিল্লি পুলিশ। পরে ২ অক্টোবর তাঁদের ছাড়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক উচ্চস্তরের মন্ত্রীদের সঙ্গে দেখা করার দাবি করেছেন সোনম ওয়াংচুকরা। গত রবিবার থেকে অনশনে বসেছেন তিনি। মাঝে শরীর কিছুটা দুর্বলও হয়। তবে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।

error: Content is protected !!