যোধপুরে উদ্ধার হল নিখোঁজ মহিলার ৬ টুকরো দেহ
দু’দিন ধরে নিঁখোজ থাকার পর অবশেষে উদ্ধার হল ৫০ বছরের এক মহিলার দেহ। তবে দেহ মিলেছে টুকরো টুকরো করে কাটা অবস্থায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের যোধপুরে। কী কারণে এমন নৃশংস ভাবে ওই মহিলাকে খুন করা হল তার কারণ খুঁজছে পুলিসও। পরিবার সূত্রে খবর, গত ২৭ অক্টোবর, রবিবার থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। সেই মর্মে থানায় অভিযোগও দায়ের করা হয়। কিন্তু দু’দিন ধরে নিঁখোজ থাকার পর অবশেষে উদ্ধার হল টুকরো টুকরো করে কাটা দেহ। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পরিবারের এক পুরনো বন্ধুই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার রাত থেকে। পরিবারের তরফে জানানো হয়েছে, মৃত মহিলা পেশায় একজন বিউটিশিয়ান। তাঁর নিজের পার্লারও রয়েছে। রবিবার দুপুর আড়াইটা নাগাদ পার্লার বন্ধ করে বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু রাত পর্যন্তও বাড়ি ফেরেননি ওই মহিলা। এরপরই সোমবার থানায় অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। নিহত মহিলার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ও ফোন রেকর্ড ট্র্যাক করে পুলিস পৌঁছায় গুল মহম্মদ নামে এক ব্যক্তির বাড়িতে। অভিযুক্ত ওই ব্যক্তির অবশ্য পাত্তা পায়নি পুলিস। তবে জানা গিয়েছে, গুল মহম্মদ দীর্ঘদিন ধরেই মৃতার পরিচিত ছিল। গুলকে ভাই হিসেবে ডাকতেন ওই মহিলা। পুলিসের দাবি, গুল মহম্মদের স্ত্রী জেরায় জানিয়েছেন, তাঁদের বাড়ির পিছনেই নিহত মহিলার দেহ পুঁতে ফেলা হয়েছিল। পুলিস মাটি খুঁড়ে ছ’টি টুকরো অবস্থায় মৃতার দেহ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠিয়েছে। ঘটনায় জয়পুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।