প্রয়াত ‘কোই মিল গয়া’ এবং ‘গদর’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা টনি মীরচান্দানি

উত্‍সব শেষ হতেই শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। দুদিন আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদ। এবার ফের আরেক দুঃসংবাদ। প্রয়াত হলেন ‘কোই মিল গয়া’ এবং ‘গদর’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা টনি মীরচান্দানি৷ তাঁর মৃত্যুর খবর শোকস্তব্ধ ভক্তরা৷ অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার সেই দীর্ঘ অসুস্থতায় প্রয়াত হন তিনি। আচমকাই তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউডে। একাধিক সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। যার মধ্যে অন্যতম ‘কোই মিল গয়া’, ‘গদর’। এমনকী টেলিভিশনেও একাধিক কাজ করেছেন টনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ‘কোই মিল গয়া’-তে তার ভূমিকা দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল। এছাড়াও সানি দেওলের সুপারহিট ছবি ‘গদর’-এও তিনি অভিনয় করেন। টেলিভিশন জগতেও তিনি ছিলেন জনপ্রিয় মুখ। একাধিক শো-তেও কাজ করেছেন। তিনি পর্দায় কমপ্লেক্স চরিত্রে অভিনয় করতে পারদর্শী ছিলেন।