কার্তিক পূর্ণিমা ও দেব-দীপাবলি উপলক্ষ্যে বেনারসে ভক্তদের ভিড়

আজ কার্তিক পূর্ণিমায় দেব-দীপাবলি উৎসব ৷ শুক্রবার পুণ্যস্নানের জন্য ভোররাত ৩টে ৩০ মিনিট থেকে বেনারসের প্রতিটি ঘাটে ভিড় জমিয়েছেন ভক্তরা ৷ সন্ধ্যায় ২৫ লক্ষ প্রদীপের আলোকমেলায় সেজে উঠবে বেনারস ৷ সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গঙ্গা আরতি ৷ ভক্তদের সঙ্গে এদিন সন্ধ্যায় মহা উৎসবে অংশগ্রহণ করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৷ নমো ঘাটে দেব দীপাবলি উৎসবের উদ্বোধন করবেন তাঁরা ৷ ১৫ দিন আগে সারা দেশে পালিত হয়েছে দীপাবলি ৷ তবে কথিত আছে, দেব দীপাবলির পূর্ণলগ্নে মর্তে নেমে আসেন দেবতারা ৷ ভগবান শ্রী বিশ্বনাথের সঙ্গে তাঁরা দেখা করতে আসেন বলে বিশ্বাস ৷ আর সেই কারণে প্রতি বছর আজকের দিনে মহাসমারহের সঙ্গে পালিত হয় বিশেষ এই দীপাবলি ৷ এবছরও তার অন্যথা হবে না ৷ ইতিমধ্যেই, এই মহা উৎসবের জন্য বেনারসে সাজো সাজো রব ৷ শহরের প্রতিটি ঘাট ও মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে পুলিশ প্রশাসন ৷ শহরের প্রতিটি রাস্তা ও ঘাটগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের তরফে ৷ অপ্রিতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিতে উপস্থিত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ৷ সেই সঙ্গে, দেব দীপাবলি উপলক্ষ্য়ে বেনারসে বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে ৷ আগামী ১৬ নভেম্বর রাত পর্যন্ত অনুমতি ছাড়া শহরের উপর দিয়ে ড্রোন, ঘুড়ি, বেলুন, রিমোট চালিত মাইক্রো লাইট বিমান, প্যারাগ্লাইডার ইত্যাদি ওড়ানো যাবে না । ভক্তদের বিনামূল্যে ওষুধ সরবরাহ-সহ শহরের প্রতিটি এলাকায় মেডিক্যাল টিম ও ওয়াটার অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে ৷ পাশাপাশি, ভক্তদের সুবিধার্থে 3D মানচিত্রের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ৷ এদিন, বেনারসের ৮৪টি ঘাটে মোট ২৫ লক্ষ প্রদীপ দিয়ে সাজিয়ে তোল হবে ৷ এর মধ্যে, নমো ঘাটে ১২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৷