ভর সন্ধ্যায় কসবায় বাড়ির সামনেই তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ১
ভর সন্ধ্যায় কলকাতার কসবায় তৃণমূল কাউন্সিলরকে প্রাণে মারার চেষ্টা? এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষ৷ তাঁর দাবি, এ দিন সন্ধ্যায় কসবায় তাঁর বাড়ির সামনেই স্কুটিতে চড়ে এসে দুই যুবক আসে৷ সেই সময় বাড়ির নীচেই বসেছিলেন সুশান্ত কুমার ঘোষ৷ তৃণমূল কাউন্সিলরের দাবি, স্কুটি থেকে নেমেই তাঁর দিকে বন্দুক তা করে গুলি চালানোর চেষ্টাও করে দুই যুবক৷ কিন্তু বন্দুক লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, কাউন্সিলরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা দ্বিতীয়বার গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সুশান্ত ঘোষের বাড়ির পাঁচিলে লাগে৷ গুলি চালানোর পরই দুই দুষ্কৃতী পাল ঘটনাস্থল থেকেই এক আততায়ীকে ধরে ফেলেন কাউন্সিলরের অনুগামীরা৷ পরে পুলিশ এসে ওই অভিযুক্তকে গ্রেফতার করে৷ ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়৷ যদিও আর এক আততায়ী ঘটনাস্থল ছেড়ে পালায়৷ কসবার একটি নামী শপিং মলের সামনে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ তবে গুলি চলার কথা এখনও স্বীকার করেনি পুলিশ৷ তবে এই ঘটনার পর তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷ তবে এই হামলার পিছনে বড় কোনও মাথা আছে বলেই সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷ পুলিশ সূত্রে খবর, ধৃত দৃষ্কৃতী উত্তর প্রদেশের বাসিন্দা৷