মধ্যরাতে অভিনেতার বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার, ছুরিকাহত সইফ আলি খান, চলছে চিকিৎসা

মধ্যরাতে নিজের বাড়িতেই ছুরিকাহত সইফ আলি খান। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই চলছে তাঁর অস্ত্রোপচার । জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ বুধবার অভিনেতা সইফ আলি খান নিজের বান্দ্রা ওয়েস্টের ফ্ল্যাটে ছিলেন। এগারো তলায় তাঁর ফ্ল্যাট। আর সেখানেই ঢুকে পড়ে এক ব্যক্তি। হঠাৎ করে সেই ব্যক্তি ঢুকে পড়ায় সাইফ আলি খানের বাড়ির পরিচারিকার সঙ্গে বেধে যায় বাকবিতন্ডা। ঝামেলার আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ আলি খান। ঝামেলা আটকানোর চেষ্টা করেন অভিনেতা। তখনই সেই অপরিচিত ব্যক্তি সাইফ আলি খানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। যার জেরে আহত হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই চলছে তাঁর অস্ত্রোপচার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সেই ব্যক্তির খোঁজ চলছে যার দ্বারা অভিনেতা আহত হন। ওই সূত্র মারফত জানা গিয়েছে, সইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গিয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

error: Content is protected !!