তিরুপতি লাড্ডু কাণ্ডে গ্রেফতার ৪

অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া বিখ্যাত তিরুপতি লাড্ডুতে ভেজালের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি)। ভোলে বাবা ডেয়ারির প্রাক্তন পরিচালক বিপিন জৈন, পোমিল জৈন, অপূর্ব চাভদা এবং রাজু রাজশেখরন নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সিবিআই-এর নেতৃত্বাধীন SIT তদন্তে ঘি সরবরাহের প্রতিটি পর্যায়ে অনিয়মের প্রমাণ পেয়েছে, যার ফলে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর, সিবিআই গত বছরের নভেম্বরে তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগের তদন্ত করার জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ দল গঠন করে। এই দলে কেন্দ্রীয় সংস্থার দুজন, অন্ধ্রপ্রদেশ পুলিশের দুজন এবং ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষের (FSSAI) একজন কর্তা ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন যে, বৈষ্ণবী ডেয়ারির কর্তারা মন্দিরে ঘি সরবরাহের জন্য এআর ডেয়ারির নামে টেন্ডার সংগ্রহ করেছিলেন এবং টেন্ডার প্রক্রিয়াটি কারসাজি করার জন্য জাল রেকর্ড তৈরির কাজেও জড়িত ছিলেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সেপ্টেম্বরে দাবি করেছিলেন যে, রাজ্যের পূর্ববর্তী ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন সরকারের সময় তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হতো। গত বছর এনডিএ আইনসভা দলের বৈঠকে নাইডু অভিযোগ করেছিলেন যে, পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরকেও রেহাই দেয়নি এবং লাড্ডু তৈরিতে নিম্নমানের উপাদান এবং পশুর চর্বি ব্যবহার করেছিল। এই অভিযোগের পর গোটা দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়।

error: Content is protected !!