২ দিনের সফরে ওয়াশিংটন পৌঁছলেন নরেন্দ্র মোদি, আজই বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে

২ দিনের মার্কিন সফরে ওয়াশিংটনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফ্রান্স সফরে শেষ করে ভারতীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছন তিনি ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকও করবেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷ ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর ৷ সম্প্রতি আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে মোদির আমেরিকা সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি ৷ 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের পর, মোদি তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন ৷ তারপরেই তাঁকে দেশে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প ৷ কিছুদিন আগেই শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা ৷ অনুপ্রবেশের কারণে তাঁদের দেশে ফেরত পাঠানোর সময় হাতকড়াও পরিয়েছিল ট্রাম্প প্রশাসন ৷ এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

error: Content is protected !!