
কলকাতার ট্যাংরায় বাড়ি থেকে উদ্ধার তিনজনের দেহ!
কলকাতার ট্যাংরায় বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার ও বাইপাসের দুর্ঘটনাকে ঘিরে পরতে পরতে রহস্য। বাড়িতে পড়েছিল তিনটি দেহ। বাইপাসে দুর্ঘটনা হল সেই পরিবারের গাড়ির। সেই গাড়িতে ছিলেন দুই ভাই ও এক কিশোর। তারা আহত। মানসিকভাবে বিধ্বস্ত। ভর্তি রয়েছেন হাসপাতালে। ১২টা ৫৩ মিনিটে ট্যাংরার বাড়ি থেকে বেরিয়েছিল গাড়ি। কবি সুকান্ত মেট্রো স্টেশনের কাছে অভিষিক্তা মোড়ে পিলারে সেই গাড়ি ধাক্কা দিল ৩টে ৩১ মিনিটে। মাঝের সময়টা কোথায় ছিল ওই গাড়ি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে নিউটাউন, কলকাতা সহ একাধিক রাস্তায় গাড়ি নিয়ে ঘুরছিলেন তারা। লরির পেছনে ধাক্কা দিয়ে নাকি আত্মহত্যা করার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু সেটা শেষ পর্যন্ত সফল হয়নি। এরপরই পিলারে ধাক্কা। তবে সবটাই যাচাই করছে পুলিশ। তবে পুলিশ ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছেন, তাদের বয়ান কতটা বিশ্বাসযোগ্য রয়েছে সেটা যাচাই করে দেখা হচ্ছে। কারণ একাধিক মিসিং লিঙ্ক রয়েছে। সেটা মেলানোর চেষ্টা করছে। সূত্রের খবর, গাড়িতে থাকা বড় ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একাধিক বক্তব্য বলেছিলেন, তাতে একাধিক অসংগতি রয়েছে। হাসপাতালে নিয়ে আসার পরে তিনি বলেছিলেন ভাই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। সেকারণেই ধাক্কা। এরপর আবার বয়ান কিছুটা বদলে ফেলেছিলেন তিনি। তাদের কাছ থেকেই পুলিশ ট্যাংরার বাড়ির ঘটনার কথা জানতে পারেন। এরপরই দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়।