
হোটেলের ছাদে ৪ কর্মচারী মিলে মহিলাকে গণধর্ষণ
ফের গণধর্ষণের ঘটনা বেঙ্গালুরুতে ৷ জানা গিয়েছে, হোটেলে কর্মরত চারজন মিলে এক মহিলাকে হোটেলের ছাদে ধর্ষণ করে ৷ চার অভিযুক্তের মধ্যে ৩জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেও জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কোরমঙ্গলায় এক বিবাহিত মহিলাকে হোটেলে গণধর্ষণ করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কোরমঙ্গলার একটি হোটেলে ঘটেছিল। বেঙ্গালুরুর (দক্ষিণ-পূর্ব) ডেপুটি পুলিশ কমিশনার সারা ফাতিমার নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তিনি বলেন, “কোরমঙ্গলায় এক বিবাহিত মহিলাকে যৌন নির্যাতনের ঘটনায় আমরা চার অভিযুক্তকে গ্রেফতার করেছি ৷ এর মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের এবং একজন উত্তরাখণ্ডের ৷” নির্যাতিতার অভিযোগ, তাঁর পরিচিত এক ব্যক্তি তাঁকে একটি বেসরকারি হোটেলের ছাদে নিয়ে গিয়েছিল। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় ৷ সেই সময়, অন্য তিনজন কাছাকাছি অপেক্ষা করছিল ৷ পরে তারাও এসে ধর্ষণ করে ওই মহিলাকে ৷ বৃহস্পতিবার ওই মহিলা কোরমঙ্গলা থানায় ঘটনাটি জানায় ৷ পরে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷ ডেপুটি পুলিশ কমিশনার জানান, অভিযুক্তরা সকলেই ওই হোটেলে কাজ করত ৷ নির্যাতিতার অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছে পুলিশ।