
আজ থেকে শুরু উচ্চমাধ্য়মিক, তাই অবরোধ করছে না SFI
আজ থেকে শুরু হল রাজ্যের উচ্চ মাধমিক পরীক্ষা। তাই রাস্তা অবরোধ করছে না বাম ছাত্র সংগঠন ৷ ধর্মঘট নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন এসএফআইয়ের সদস্যরা। এই বছর পরীক্ষায় অংশ নিচ্ছে 5 লাখ 8 হাজার 413 জন পরীক্ষার্থী। সকাল 10টা থেকে শুরু পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বেলা 1টা 15 নাগাদ। তবে সকাল ন’টা থেকে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সংসদের তরফে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তাই জন্য আমরা পরীক্ষায় ব্যাঘাত ঘটানোর মতো কোনও কাজ করব না। কোনও রাস্তা অবরোধ হবে না। ধর্মঘট হবে শুধুমাত্র ক্যাম্পাসের ভিতরে। ক্যাম্পাসের ভিতরেই একমাত্র সমস্ত ক্লাস বন্ধ থাকবে। তবে ক্যাম্পাসের ভিতরেও বেশ কিছু ব্যাচের পরীক্ষা রয়েছে। সেখানেও আমরা আটকাব না। প্লেসমেন্ট এবং পিএইচডির যে পরীক্ষা আছে সেখানেও আমরা আটকাব না। আমরা শুধুমাত্র ক্লাস বয়কট এবং ক্যাম্পাসের ভিতরে অফিশিয়ালি যে সমস্ত কাজ হবে তা বন্ধ রাখব।” একই পন্থা অবলম্বন করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের তরফে প্রথমে সোমবার সকাল 11টায় একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে বাইরে পর্যন্ত তারা একটি মিছিল করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পাশে দু’টি উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র রয়েছে। তাই এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের তরফে। তাদের তরফেও একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, সকাল 10টা থেকে 1টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষা। আমাদের ক্যাম্পাসের পাশে একাধিক পরীক্ষাকেন্দ্র রয়েছে। তাই সময় বদলে আমরা দুপুর 3টে 30 মিনিট নাগাদ করব। পাশাপাশি একটি হেল্পলাইন নম্বরও (9875622147) চালু করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়তেও দুপুর 3টের সময় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এমনকী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার প্রতিবাদে সামিল হবেন মেডিক্যাল পড়ুয়ারাও।