ইদে রাস্তায় নমাজ পড়লেই বাতিল পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, হুঁশিয়ারি যোগী রাজ্যের পুলিশের

উত্তরপ্রদেশের সম্ভলের অশান্তির কথা মাথায় রেখে এ বার ইদে আগাম সতর্ক যোগী রাজ্যের পুলিশ। রাস্তায় নমাজ পড়ায় নিষেধাজ্ঞা। কড়া ভাষায় সতর্ক করল মিরাট পুলিশ। যাঁরা নির্দেশ মানবেন না তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। রমজান মাসের শেষ জু্ম্মার নমাজ এবং ইদের আগে এই নির্দেশিকা ঘিরে প্রবল হইচই পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। মিরাটের এসপি আয়ুশ বিক্রম সিং বলেন, ‘স্থানীয় মসজিদ এবং ইদগাতেই নমাজ পড়তে হবে। রাস্তায় যেন কেউ নমাজ না পড়েন।’ সিনিয়র এসপি বিপিন টাডা জানিয়েছেন, জেলার সব থানায় স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে, রাস্তায় নমাজ পড়লে কড়া পদক্ষেপ করার নির্দেশ রয়েছে। তাঁর বক্তব্য, ‘যাঁরা গুজব ছড়ানোর চেষ্টা করবেন কিংবা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি চলছে। সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা হলে শক্ত হাতে তা দমন করা হবে।’ সূত্রের খবর, ইদে অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে প্রভিন্সিয়াল আর্ম কনস্টাব্যুলারি (PAC) এবং ব়্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)। শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে পুলিশের তরফ থেকে স্থানীয় ধর্মগুরুদের সঙ্গে আলোচনা করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ বন্দোবস্ত রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার জন্য কড়া মনিটরিং চলছে বলেও জানিছেন মিরাটের সিনিয়র এসপি। স্পর্শকাতর এলাকায় সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোক দলের (RLD) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেন, ‘আকাশপথ থেকে নজর রাখার জন্য ড্রোন ওড়ানো হচ্ছে। স্থানীয় ইন্টালিজেন্স টিমকেও সতর্ক করা হয়েছে। আপরাধে অভিযুক্ত হলেই পাসপোর্ট বাতিল করা হবে। নতুন পাসপোর্ট করার ক্ষেত্রেও আদালত থেকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে তাদের।’

error: Content is protected !!