
ফের ২১ দিনের প্যারোলে মুক্তি পেল রাম রহিম
ফের প্যারোলে মুক্তি পেল বিতর্কিত ধর্মগুরু এবং ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম ৷ এই নিয়ে গত আট বছরে মোট 13 বার জেল থেকে সাময়িক সময়ের জন্য ছুটি পেল এই স্বঘোষিত ধর্মগুরু ৷ এবারে ছুটির মেয়াদ 21 দিন ৷ এখন হরিয়ানার সুনারিয়া কারাগারে রয়েছে সে ৷ বুধবার আবারও প্যারোলে মুক্তি পেয়েছে রাম রহিম । বেশ কয়েক বছর ধরে জেলে রয়েছে রাম রহিম। দুই শিষ্যাকে যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় সে। এরপর সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য রাম রহিমকের যাবজ্জীবন কারাদণ্ড হয় । পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত শিষ্যাদের নির্যাতনের ঘটনায় রাম রহিমের সাজা ঘোষণা করে ৷ সেই প্রথম ৷ এরপর সাংবাদিক খুনের ঘটনাতেও তার সাজা হয়েছে ৷ তার নামে আরও একাধিক মামলা আছে ৷ ডেরা সাচ্চা সৌদা সম্প্রদায়ের মধ্যে অবৈধ কার্যকলাপের তদন্ত করতে গিয়ে ছত্রপতির হত্যা মামলার রহস্য উন্মোচিত হয়। ধর্ষণ ও হত্যা মামলায় সাজা পাওয়ার পর গুরমিত রাম রহিম মোট 13 বার জেল থেকে বেরিয়েছে। এর আগে দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক আগে, 30 দিনের জন্য প্যারোলে মুক্তি পায় সে ৷ হরিয়ানা সরকার এভাবে ঘন ঘন মুক্তি দেওয়ায় নানা মহল থেকেই বিভিন্ন প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, সরকারের এই মনোভাব সন্দেহ তৈরি করছে ৷ রাম রহিমের ‘দত্তক কন্যা’ হানিপ্রীত তাকে জেল থেকে বের করে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিন তিনি ভোরে রোহতকের সুনারিয়া কারাগারে পৌঁছে যান ৷ পরে একটি পুলিশ বাহিনী নিয়ে সিরসার উদ্দেশে রওনা হয় রাম রহিম। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। পথে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতেও ছিল বিশেষ ব্যবস্থা । সিরসার ডেরায় তার ফেরার খবরে রাম রহিমের সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়।