‘খুবই উদ্বেগের’, মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী অশান্তি নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির 

মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ৷ বুধবার সুপ্রিম কোর্টে ২০২৫ সালের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে একগুচ্ছ মামলার প্রথম শুনানি হয় ৷ এই শুনানির সময় আদালতে মুর্শিদাবাদের ওয়াকফ-বিরোধী অশান্তির প্রসঙ্গটি ওঠে ৷ তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই প্রসঙ্গে ‘খুব উদ্বেগের’ বলে মন্তব্য করেন ৷ তিনি বলেন, “বিষয়টি নিয়ে আদালতে শুনানি হচ্ছে ৷ তখন এই ধরনের হিংসার ঘটনা ঘটছে, এটা খুবই উদ্বেগের ৷ এরকম (অশান্তি) হওয়া উচিত নয় ৷” এদিন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে ওয়াকফ-বিরোধী ৭২টি মামলার একসঙ্গে শুনানি হয় ৷ এই বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন ৷ এদিন কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, “বিক্ষোভকারীরা মনে করছেন, তাঁরা এইভাবে সরকারকে চাপে রাখতে পারবেন ৷” তখন মুসলিম সংগঠনগুলির তরফে প্রবীণ আইনজীবী কপিল সিবাল এর বিরোধিতা করে বলেন, “কে চাপ দিচ্ছে, আমরা তা জানি না ৷” এই সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “বিলের মধ্যে যে সদর্থক দিকগুলি আছে, তাকে তুলে ধরতে হবে ৷” আগামিকাল দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে ৷ গত ৫ এপ্রিল গভীর রাতে সংসদের দুই কক্ষে পাশ হওয়া সংশোধনী ওয়াকফ বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এরপর বিলটি আইনে পরিণত হয় ৷ এই ওয়াকফ আইনের বিরোধিতায় সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ চলছে ৷ গত ৮ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিভিন্ন অংশে হিংসার ঘটনা ঘটতে শুরু করে ৷ পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় বিএসএফ ৷

error: Content is protected !!