
রাজস্থানের বিরুদ্ধে সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় দিল্লির
বুধবার কোটলার রাজস্থান রয়্যালসকে হারাল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে কেএল রাহুলরা পাঁচ উইকেটে তোলেন ১৮৮। জবাবে রাজস্থানও ১৮৮ রানে আটকায়। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৯ রান। তবে অভিজ্ঞ মিচেল স্টার্ক ৮ রানে প্রতিপক্ষকে আটকে রাখেন। এরপর সুপার ওভারে পুরো বল খেলতে ব্যর্থ রাজস্থান। রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়াল রান আউট হতে ১১ রানে থামে তারা। জবাবে চার বলেই জয় তুলে নেয় দিল্লি। সন্দীপ শর্মার বলে ছক্কা হাঁকিয়ে দলকে মূল্যবান দু’পয়েন্ট এনে দেন ট্রিস্টান স্টাবস। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল দিল্লি। কোটলায় শেষ ন’টি টি-২০ ম্যাচে এই প্রথম শুরুতে ব্যাট করা দল দুশো রান তুলতে ব্যর্থ হল। মন্থর পিচে একসময় বড় শট খেলাই যাচ্ছিল না। দিল্লির ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক (৯) ফের ব্যর্থ। আগের ম্যাচে সাড়া ফেলে দেওয়া করুণ নায়ার (০) রান আউট হলেন। তৃতীয় উইকেটে লোকেশ রাহুল ও অভিষেক পোড়েল ৫৭ বলে যোগ করেন ৬৩। জোফ্রা আর্চারের (২-৩২) দ্বিতীয় শিকার হন রাহুল। ৩২ বলে ৩৮ করেন তিনি। অভিষেক পোড়েল শুরুতে ঝড় তুললেও ক্রমশ মন্থর হয়ে পড়েন। তিনি ফেরেন হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে (৩৭ বলে ৪৯ রান)। ছয় নম্বরে নেমে দিল্লি ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (৩৪) রানের গতি বাড়ানোয় উদ্যোগী হন। ট্রিস্টান স্টাবসের সঙ্গে পঞ্চম উইকেটে ৪১ রান যোগ করেন অক্ষর। এরপর অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে আশুতোষ শর্মার সঙ্গে স্টাবসের জুটিতে ১৯ বলে ৪১ যোগ হয়। ১৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন স্টাবস। আশুতোষের সংগ্রহ ১৫। জবাবে শুরু থেকেও ঝড় তোলেন যশস্বী (৫১)। তাঁকে সঙ্গ দেন অধিনায়ক সঞ্জু। তবে পিঠের ব্যথার কারণে ৩১ রানের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে। ব্যর্থ রিয়ান পরাগ (৮)। চার নম্বরে ব্যাট করতে নামা নীতীশ রানাকে সঙ্গে নিয়ে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন যশস্বী। একটা সময় মনে হয়েছিল, সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে রাজস্থান। তবে ২৮ বলে ব্যক্তিগত ৫১ রনের মাথায় স্টার্কের বলে নীতীশ ফিরতেই চাপে পড়ে রাজস্থান। শেষ পর্যন্ত চার উইকেটে ১৮৮ রানে থামে তাদের ইনিংস।