NIA তদন্তের আর্জি খারিজ, মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয়বাহিনী মোতায়েন রাখার নির্দেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয়বাহিনী মোতায়েন থাকবে । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ । তবে মুর্শিদাবাদের এই ঘটনায় এনআইএ তদন্তের যে আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা, সেই আবেদন এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে এই বিষয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে বলা হয়েছে, কেন্দ্র সরকার চাইলে স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতি খতিয়ে দেখে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে । পাশাপাশি আদালতের নির্দেশে আরও জানানো হয়েছে, ঘরছাড়াদের ঘরে ফেরাতে ও তাদের পুনর্বাসনের বিষয় বিবেচনা করতে তিন সদস্যের একটি দল গঠন করেছে আদালত । এই দল গঠিত হবে জাতীয় মানবাধিকার কমিশনের একজন, রাজ্য মানবাধিকার কমিশনের একজন ও রাজ্য লিগাল অ্যাড সার্ভিসের একজন সদস্য নিয়ে । তাঁরা আক্রান্তদের অভিযোগ শুনবেন । এখন পর্যন্ত যত এফআইয়ার দায়ের হয়েছে সেগুলো খতিয়ে দেখার পাশাপাশি এলাকা ঘুরে আগামী 15 মে তাদের রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্যকে এই দলের সদস্যদের পরিপূর্ণ সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে আদালত । আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মালদায় গিয়ে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট । অন্যদিকে শুভেন্দু অধিকারী ধুলিয়ান যাওয়ার যে অনুমতি চেয়েছিলেন সেই বিষয়ে আগামী সোমবার শুনানি করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট । এদিকে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় নয় সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়েছে । বুধবার সন্ধ্যা থেকে সিটের প্রতিনিধিরা তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জে ।

error: Content is protected !!