এবার বাগদায় গুলি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে, গুলিবিদ্ধ ৩

এবার ভোট চলাকালীন গুলি চালানোর অভিযোগ উঠস পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদার ৩৫ নম্বর বুথে। ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাগদার বিধানসভার ৩৫ নম্বর বুথের বাসিন্দা মৃত্যুঞ্জয় সাঁতরার দাবি, বাড়ি ফেরার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বলেন, ”বাজার থেকে তেমাথা হয়ে বাড়ি ফিরছিলাম। আচমকা হাতে গুলি লাগে। পুলিশ চালিয়েছে। কেন চালিয়েছে জানি না। ওখানে মারপিট হচ্ছল কি না তাও জানি না।” মৃত্যুঞ্জের স্ত্রী বলেন, ”গন্ডগোল হচ্ছিল। সে সময় গুলি লেগেছে।” ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাগদা। পালটা আক্রমণ করা হয়েছে পুলিশ কর্মীদের। ছিঁড়ে দেওয়া হয়েছে উর্দি। বাগদার রণঘাটে বিজেপির ক্যাম্প অফিসে হামলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কোনও কারণ ছাড়াই লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশ ১০ রাউন্ড গুলি চালায় বলেও খবর। জখম হন কমপক্ষে ৭ জন। পালটা আক্রমণ করা হয় পুলিশকে। গুরুতর জখম বেশ কয়েকজন পুলিশকর্মী। ছিঁড়ে দেওয়া হয় উর্দি। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী।

error: Content is protected !!