![](https://sangbadamebangla.com/wp-content/uploads/2021/04/প্রথম-দু-দফাতেই-খেলা-শেষ-২০০–র-বেশি-আসন-পাওয়ার-দাবি-প্রধানমন্ত্রীর.jpg)
আগামীকাল প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর বাতিল
আগামীকাল রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ করোনা পরিস্থিতি নিয়ে আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ তার জেরে আগামিকাল বঙ্গে ভোট-প্রচারে আসছেন না মোদি। আগামীকাল কলকাতার শহিদ মিনারসহ রাজ্যে মোট ৪ টি জনসভা করার কথা নরেন্দ্র মোদির ৷ সবমিলিয়ে ১০ জন কেন্দ্রীয় মন্ত্রীও উপস্থিত থাকার কথা বিজেপির কর্মসূচিতে ৷ কিন্তু করোনা নিয়ে বৈঠকের কারণে আগামীকালের বঙ্গসফর বাতিল করা হল ৷