অবশেষে ধরা পড়ল কুলতলির বাঘ মামা

ষষ্ঠ দিনে ধরা পড়ল কুলতলির বাঘ মামা। টানা পাঁচদিনের আতঙ্কের পর ঘুমপাড়ানি গুলিতে সেই বাঘকে কাবু করেছে বন দফতর ৷ তাদেরই পাতা ফাঁদে ধরা পড়েছে বাঘটি ৷ আজ বাঘটির শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হবে ঝড়খালিতে । পাঁচদিন ধরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন বন দফতরের আধিকারিকরা ৷ জাল দিয়ে ঘিরে রাখা জঙ্গল ৷ নদীতে টহল দিচ্ছে জলযান ৷ উড়ছে ড্রোন ৷ জঙ্গলে জলকামান ছুড়ে বাঘকে বের করে আনার প্রচেষ্টা চলেছে ৷ ভয় দেখাতে বেজেছে সাইরেন ৷ কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছিল না সেই বাঘকে ৷ কুলতলির ম্যানগ্রোভের জঙ্গলে গত কয়েকদিন ধরে ঘুরে বেরিয়ে ত্রাস সৃষ্টি করে রেখেছিল বাঘটি ৷ আজ ভোর থেকে ওই এলাকায় বাঘের গর্জনের শব্দে মানুষের ঘুম ভেঙে যায় । সকাল থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিয়ালী নদী থেকে জল নিয়ে জঙ্গলে ছোড়া শুরু করে । এরপরই ডোঙ্গাজোড়ায় জঙ্গলের মধ্যে থেকে বাঘটিকে দেখতে পাওয়া যায় । তখন তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দফতরের আধিকারিকরা ৷