পঞ্জাবে কংগ্রেস ছেড়ে বিজেপিতে তিন বিধায়ক, যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়াও

পুরনির্বাচনে আপের কাছে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বড় চমক দিল বিজেপি। পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে ভাঙন ধরাল গেরুয়া শিবির। মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির পঞ্জাবের পর্যবেক্ষক গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন দুই কংগ্রেস বিধায়ক ফতেহজং সিং বাজওয়া এবং বলবিন্দর সিং লাডি। এদিন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মঙ্গিয়াও বিজেপিতে যোগ দেন। মঙ্গলবার দিল্লিতে দলের সদর দফতরে বিজেপি-তে যোগ দেন ৪৪ বছরের প্রাক্তন জাতীয় ক্রিকেট তারকা। আপাতত বিজেপি-র প্রাথমিক সদস্যপদ নিয়েছেন তিনি। আসন্ন পঞ্জাব ভোটে তাঁকে প্রার্থী করতে চায় বিজেপি। তাঁর পাশাপাশি আরও তিন বিধায়ক এ দিন বিজেপি-তে যোগ দেন। শাসকদলের দুই বিধায়ক ছাড়াও অকালি দলের প্রাক্তন বিধায়ক গুরতেজ সিং গুধিয়ানা, প্রাক্তন ইউনাইটেড অকালি দলের সাংসদ রাজদেব সিং খালসা এবং অবসরপ্রাপ্ত এডিসি এবং পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের অ্যাডভোকেট মধুমিতও বিজেপিতে যোগ দিয়েছেন।