প্রতি বছর ১৬ জানুয়ারি ‘স্টার্ট আপ’ দিবস হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতি বছর ১৬ জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্টার্ট আপস (Star Up)-রা নতুন ভারতের মেরুদণ্ড হতে চলেছে বলে জানান মোদী। দেশের অন্তত ৬২৫টি জেলাতে অন্তত একটি স্টার্ট আপ আছে বলে মোদি জানান। দেশের উদ্ভাবকরা গোটা দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্টার্ট আপ উদ্যোগপতিদের সঙ্গে ভিডিও কনফারন্সের মাধ্যমে বৈঠকে এমন কথাই জানালেন তিনি। স্টার্ট আপগুলিকে

উন্নত করতে এবং আরও নতুন ধরনের স্টার্ট আপ যাতে শুরু হয়, সেই দিকে সরকারেরও নজর রয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ সেই কারণেই ভারতে স্টার্ট আপের অগ্রগতি হচ্ছে বলে প্রধানমন্ত্রীর দাবি ৷ উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০১৩-১৪ তে ৪ হাজার পেটেন্ট দেওয়া হয়েছিল ৷ সাম্প্রতিক কালে তা ২৮ হাজারে পৌঁছেছে ৷ আবার ২০১৩-১৪ তে ৭০ হাজার ট্রেড মার্ক দেওয়া হয়েছিল ৷ ২০২০-২১ এ সেই সংখ্যা আড়াই লক্ষে পৌঁছে গিয়েছে ৷ এছাড়া তিনি জানান, দেশে এখন ৬০ হাজার স্টার্ট আপ রয়েছে আর ৪২টি ইউনিকর্ন তৈরি হয়েছে ৷ তহবিল যোগাড় সহজ হয়েছে ৷ শ্রম ও পরিবেশ সংক্রান্ত আইনে বদলও স্টার্ট আপগুলির বৃদ্ধিতে সাহায্য করছে ৷

error: Content is protected !!