রাজ্য নির্বাচন কমিশনকে আদালত অবমাননার নোটিস মামলাকারীর

করোনার জেরে আগেই হাইকোর্টের নির্দেশ ছিল ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দিতে হবে পৌর নির্বাচন ৷ কিন্তু তা না করে প্তাহ পিছোন হয়েছে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরের পৌর নির্বাচন । কোন যুক্তিতে তিন সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া হল, তা কমিশনের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বিষয়টি নিয়ে কমিশনকে আদালত অবমাননার নোটিসও পাঠানো হয়েছে । মঙ্গলবার নোটিস পাঠানো হয়েছে কমিশনকে । ফলে চার পুর নিগমের ভোট নিয়ে ফের এবার আদালতের প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে করোনা-ওমিক্রন পরিস্থিতি চিন্তার ভাঁজ তৈরি করেছে । এই পরিস্থিতিতে চার পুর নিগমের ভোট পিছনোর বিষয়ে আদালতে মামলা করা হয়েছিল। আদালত কমিশন এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলে । হাই কোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল কম করে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক ভোট। কিন্তু, কমিশন তিন সপ্তাহ পিছিয়ে দেয় । ২২ জানুয়ারির প্রস্তাবিত ভোট ১২ ফ্রেব্রুয়ারি করার কথা জানায় কমিশন। এর পরই আদালত অবমাননার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা করেন জনৈক বিমল ভট্টাচার্য । এর পরই কোন যুক্তিতে তিন সপ্তাহ ভোট পিছনো হল সেটাই জানতে চায় আদালত । আদালতের আরও প্রশ্ন, কেন চার থেকে ছয় সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া হল না । ৭ দিনের মধ্যে কমিশন অবমাননার নোটিসের জবাব না দিলে হাই কোর্ট অবমাননার মামলা হতে পারে কমিশনের বিরুদ্ধে ।

error: Content is protected !!