গোয়া বিধানসভার ভোটের প্রচারে তৃণমূলের তারকা প্রচারক মমতা, যশবন্ত, লিয়েন্ডার সহ ৩০

গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকছেন। থাকছে দলের সাধারণ সম্পাদক তথা তরুণ তুর্কি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন, প্রচারের তালিকায় নাম রয়েছে ডেরেক ও’ ব্রায়ন, লিয়েন্ডার পেজ, প্রাক্তন আমলা জহর সরকার। যশবন্ত সিংয়ের মতো প্রবীণ নেতাকেও প্রচারের তালিকায় রাখা হয়েছে। নাম রয়েছে সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার নাম।  গোয়া তৃণমূলের হয়ে প্রচারে যাবেন বাবুল সুপ্রিয়, নাফিসা আলি, মহুয়া মৈত্র। দলের তরফ থেকে কমিশনের কাছে তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। তালিকার দিকে তাকালে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, প্রচারে নামানো হচ্ছে তাঁদের যারা সুবক্তা বলেই পরিচিত। গত বিধানসভা ভোটের প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনেনি এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না। এমনকী বিজেপি, যারা বাংলা দখলের স্বপ্নে বুঁদ হয়েছিল, তাদের অভিষেকের ভাষণ শুনতে হয়েছিল। ভাষণের ব্যবহৃত শব্দবন্ধি কার্যত মিডিয়ার সব আলো শুষে নেয়। সে দিক থেকে খুব একটা পিছিয়ে নেই বাবুল সুপ্রিয়ো, মহুয়া মৈত্র এবং নাফিসা আলি। দলের আরও বড় প্রাপ্তি যশবন্ত সিংয়ের মতো নেতার যোগদান। বিজেপিতে থাকাকালীন  যে কোনও বিষয়ে তাঁর বক্তব্য সরকারের নজর কেড়ে নিত। স্বাভাবিকভাই ভাবেই আগামীদিনে গোয়ায় প্রচারের পারদ যে তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য। এখন কবে থেকে প্রচার শুরু হয় সেটাই দেখার। গোয়া বিধানসবার ভোট এবার এক দফায়। ১৪ ফেব্রুয়ারি সেখানে ভোট। আর গণনা ১০ মার্চ। ওই দিন রয়েছে আর চার রাজ্যের ভোট গণনা ।

error: Content is protected !!