
মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ল গাড়ি, মৃত বিজেপি বিধায়কের ছেলে সহ ৭ ডাক্তারি পড়ুয়া
মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল। মধ্যরাত প্রায় ১টা ৩০ নাগাদ ওই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়। পুলিস সূত্রে জানা যাচ্ছে, ওয়ার্ধা থেকে দেওলি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। সেই সময় সেলসুরার কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট নিচে পড়ে যায় গাড়ি। মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনেরই। তাঁরা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের পড়ুয়া। দুর্ঘটনায় মৃতদের মধ্যে অন্যতম মহারাষ্ট্রের তিরোরা বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র আবিষ্কার রাহাংদালে।