রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, ফিরহাদের হাতে ফের পুর ও নগরোন্নয়ন দফতর, চন্দ্রিমা অর্থমন্ত্রী

রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল। তৃণমূলের রাজ্যস্তরের সাংগঠনিক বৈঠক এদিন বসতে চলেছে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে। সেই বৈঠকের ঠিক আগে এদিন রাজ্য মন্ত্রিসভায় রদবদল সেরে ফেললেন মুখ্যমন্ত্রী। যে ফিরহাদ হাকিমের হাতে আগে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ছিল একুশের বিধানসভা নির্বাচনের আগে সেই দফতর এদিন আবারও তাঁর হাতেই ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেই হিসাবে কিন্তু রাজ্য মন্ত্রীসভায় ফিরহাদের গুরুত্ব আরও বেড়ে গেল। কেননা এখন ফিরহাদের হাতে এমনিতেই আবাসন ও পরিবহণ দফতর রয়েছে। এবার তার সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বও চেপে গেল তাঁর কাঁধে। চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ হওয়ার জন্য এমনিতেই একুশের বিধানসভা নির্বাচনে লড়াই করেননি। তবে তিনি এখন রাজ্য অর্থ দফতরের বিশেষ উপদেষ্টা হিসাবে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে রাজ্যের অর্থ দফতর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবার সেই দায়িত্ব তিনি তাঁর অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থার পাত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে তুলে দিতে চলেছেন। মনে করা হচ্ছে, নিজ নিজ দফতরে ভালো কাজ করার জন্যই এদিন ফিরহাদ ও চন্দ্রিমাকে পুরষ্কৃত করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকলেই মন্ত্রিসভার রদবদল ঘটানো হয়। মুখ্যমন্ত্রীর তরফে নয়া তালিকা রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়েও দেওয়া হয়। তবে সেই রদবদলের ঘটনা এদিন রাজ্যপাল টুইট করে জানিয়েছেন।

https://twitter.com/jdhankhar1/status/1501084624008921090
error: Content is protected !!