মুর্শিদাবাদের সাগরদীঘিতে চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল ডাম্পার, মৃত ১

সাত সকালেই দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদীঘিতে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে ডাম্পার। সেই ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম, মুস্তাকিম শেখ (৭৭)। মৃতের বাড়ি সাগরদিঘী থানার অন্তর্গত অনুপপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার সকালে গ্রামের রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন মুস্তাকিম। সেই সময় একটা ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে এসে ওই দোকানে ঢুকে পড়ে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়।

error: Content is protected !!