কেজরিওয়ালেই ভরসা দিল্লিবাসীর, রাজধানীর পুর-নির্বাচনে ধুয়ে মুছে সাফ পদ্ম, আপ ৪, কংগ্রেস ১, বিজেপি শূণ্য

দিল্লির পৌরসভার উপ-নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। দিল্লির পৌরসভার উপ- নির্বাচনে দাঁত ফোটাতেও পারল না বিজেপি।  ৫ আসনের উপ-নির্বাচনে চারটি আসনই নিজেদের দখলে রাখল রাজ্যের শাসকদল আম আদমি পার্টি। জয়ের পর দিল্লির উপমুখ্যমন্ত্রীর মণীশ সিসোদিয়া বার্তা, ‘মিউনিসিপাল উপ-নির্বাচনে পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে জয়লাভ করার জন্য আমি আম আদমি পার্টির কর্মীদের অভিনন্দন জানাচ্ছি। বিজেপির শাসনে দিল্লির সাধারণ মানুষ বিরক্ত হয়ে উঠেছেন। আগামী বছরের পৌরসভা নির্বাচনেও সাধারণ মানুষ অরবিন্দ কেজরিওয়ালের সৎ রাজনীতিকে সমর্থন জানিয়েই ভোট দেবেন।’ বাকি থাকা একটি আসনে জয়লাভ করেছে বিরোধী দল কংগ্রেস।

https://twitter.com/msisodia/status/1366977593963024388
error: Content is protected !!