
প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়কের মা
প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৭ বছর। শহরে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদও। জানা গেছে, বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলা দেবী। বুধবার সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোকবার্তায় তিনি জানিয়েছেন, ‘অর্থনীতিবিদ অধ্যাপিকা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত। কলকাতায় তিনি এদিন শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবারই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম।’