প্রার্থীতালিকা প্রকাশ করতে ৩দিনের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

প্রা ৩দিনের সফরে সোমবার গোয়ায় গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সূত্রের খবর, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রার্থীতালিকা প্রকাশ করতেই তাঁর এই গোয়া সফর ৷ আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হবে গোয়ার ৪০টি আসনে ৷ সূত্রের দাবি, এর মধ্যে ৩০টি আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস ৷ বাকি ১০টি আসন ছাড়া হবে জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৷ তবে, ইতিমধ্যেই এই নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে ৷ গোমন্তক পার্টি চিঠি দিয়ে তৃণমূলকে জানিয়েছে, তারা ১২টি আসনে লড়তে চায় ৷ মনে করা হচ্ছে, তিনদিনের এই গোয়া সফরেই শরিকের সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলবেন অভিষেক ৷ তাই তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের গোয়া সফরে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের ৷ যার মধ্যে অন্য়তম গোয়া ভোটের জন্য দলের ইস্তাহার তৈরি ৷ 

error: Content is protected !!