অভিষেকের শিশুকন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য মামলায় কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম ধাক্কা
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জীর শিশুকন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। মন্তব্যকে সমর্থন এবং হাততালি দেওয়ার অভিযোগে গ্রেফতার হন দুই মহিলা। হেফাজতে মারধরের অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। নির্দেশ বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ সুপ্রিম কোর্ট।