তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায়

আজ তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায়। একসময়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বেশিদিন দলে থাকেননি। ২০২০-র ২৭ ফেব্রুয়ারি গেরুয়া শিবির থেকে বেরিয়ে আসেন। তিনিই আজ আবার তৃণমূলে যোগ দিলেন। শুভদ্রা বলেন, “মনুষ্যত্ব যাদের আছে তারা বিজেপি ছেড়ে দেবেন। সেই কারণেই আমার ছেড়ে দেওয়া। ২০২০-র ২৭ ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন। আমার মনে হয়েছিল এদিন একটি ভালো কাজ করা উচিত। বিজেপি ছেড়ে দেওয়া উচিত। এক বছর নানা কাজ করেছি দেশের জন্য। কোভিডের সময়েও মানুষের পাশে থেকেছি।” অভিনেত্রী আরও বলেন, “আজকের দিনে যাদের মনুষ্যত্ব আছে তাদের দিদির পাশে দাঁড়ানো উচিত। দিদি এমন একজন মানুষ যিনি আমাদের সত্যিই বাঁচিয়ে রেখেছেন। যাঁরা বুঝেছেন তাঁরা সঙ্গে আছেন। বিজেপির মতো ফ্যাসিস্ট একটা পার্টির থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই পশ্চিমবঙ্গকে বাঁচাতে। পশ্চিমবঙ্গকে সবুজ করতে চাই আবার। চাই না উত্তরপ্রদেশের গঠনে তৈরি হোক পশ্চিমবঙ্গ। এই গঠন তৈরি হলে আমাদের পশ্চিমবঙ্গ আর থাকবে না। শেষ হয়ে যাবে।”

error: Content is protected !!