হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা
হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলা। হাই কোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা আগেই খারিজ করেছিল। ফলে শিক্ষকদের একাংশ এরপর ওই মামলা নিয়ে যায় সুপ্রিম কোর্টে। কিন্তু হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের শর্তসাপেক্ষে ১৫,২৮৪টি পদে শিক্ষক নিয়োগ বহাল থাকল। প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধা তালিকায় দুর্নীতির অভিযোগে আছে বলে এই পক্রিয়ার স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা থাকে না। এরপর শিক্ষকদের একাংশ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সেখানেও তাঁদের মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পর্ষদ রাজ্যে প্রায় সাড়ে ১৬ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। তারপরই আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ। সুপ্রিম কোর্টের আজকের রায়ের ফলে স্বস্তিতে রাজ্য সরকার। আর প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বাধাই থাকলো না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।