গুজরাতে খাতা খুলতে পারবে না ‘আম আদমি পার্টি’, হুঁশিয়ারি অমিত শাহের

গুজরাতের নির্বাচনের আগেই আম আদমি পার্টিকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত বিধানসভা নির্বাচনে আপের চ্যালেঞ্জকে উপেক্ষা করে, অমিত শাহ দাবি করেছেন যে আম আদমি পার্টি (এএপি) এই নির্বাচনে গুজরাতে তাদের খাতা খুলতে সক্ষম হবে না। তিনি বলেন যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য ইউনিটের একটি র‍্যাডিকেলাইজেশন বিরোধী সেল গঠনের ঘোষণা ভাল উদ্যোগ। এটি কেন্দ্র এবং অন্যান্য রাজ্যগুলিও বিবেচনা করতে পারে। শাহ বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর আমলে গুজরাটের উন্নয়ন এবং শূন্য তুষ্টির নীতি গত ২৭ বছরে বিজেপিকে বারবার জয়ী করেছে। তিনি বলেন, ‘গুজরাটে বিজেপি অভূতপূর্ব জয় পাবে। জনগণ আমাদের দল এবং আমাদের নেতা প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখেছে’। গুজরাতে দুই দফায় ভোট হবে আগামীকাল, ১ এবং ৫ ডিসেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর।

error: Content is protected !!