হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের জেরে ঝাড়গ্রামের সভায় সশরীরে উপস্থিত থাকতে পারলেন না অমিত শাহ, দিলেন ভার্চুয়ালি বক্তৃতা

আজ জঙ্গলমহলে জোড়া সভা অমিত শাহর ৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথমবার রাজ্য অমিত শাহ ৷ আর শুরুতেই নজরে জঙ্গলমহল ৷ আজ সকাল প্রায় ১১টা নাগাদ ঝাড়গ্রামের সার্কাস মাঠে পৌঁছানোর কথা ছিল শাহর ৷ হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ ৷ তাই ঝাড়গ্রামের সভায় সশরীরে উপস্থিত থাকতে পারছেন না অমিত শাহ ৷ ঝাড়গ্রামবাসীর জন্য ভার্চুয়ালি বক্তৃতা রাখলেন অমিত শাহ ৷ যদিও রাজনৈতিক মহলের ধারনা সভায় লোক হয়নি বলেই তিনি ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন! এর আগেও নাড্ডার সভায় লোক হয়নি বলে সভা না করে চলে আসেন তিনি। তাই প্রশ্ন উঠছেই !

error: Content is protected !!