টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল

হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল। আজ, সকাল ৮টা ৫৫ নাগাদ হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় বেলাইন হয় ট্রেনটির ৫টি কামরা। গতি কম থাকায় কোনও যাত্রী জখম হননি। কিন্তু ওই লাইনে ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এখন ট্র্যাক সারানোর কাজ চলছে। এই মুহূর্তে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। রেল কর্তৃপক্ষ দ্রুত ট্রেনটিকে ট্র্যাকে ফিরিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে। রেল সূত্রে খবর, বাগনান থেকে হাওড়ায় আসছিল লোকাল ট্রেনটি। এবার হাওড়া স্টেশন সংলগ্ন টিকিয়াপাড়া কারশেডের কাছে আসতেই বিপত্তি। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কিছু আগে বাঙালবাবু সেতুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত কাজ শুরু করা হয়েছে। তবে রেল পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। কারণ ডাউন লাইনের পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি।

error: Content is protected !!