
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ২৩ হাজার ৪৬৭
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জন রোগীর। কলকাতা গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৬ হাজার ৭৬৮ জন। উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭২৮।একদিনে রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ১৩৯ জন। সুস্থতার হার ৯১.৭৭ শতাংশ। একদিনে রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ৭৩ হাজার ৪৩টি, যার মধ্যে ৩২.১৩ শতাংশ রিপোর্ট পজিটিভ।

